আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে সৈয়দ হোসাইন(৩৪) নামে এক ব্যক্তি ১৮হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৩ নং ওর্য়াড উনচিপ্রাং এলাকার কামাল হোসাইনের ছেলে সৈয়দ হোসাইন(৩৪)।
বুধবার (৩১ আগষ্ট) সকাল ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল এলাকার সড়ক থেকে তাকে ইয়াবা আটক করা হয়।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল চলাকালীন সময় গোপন সংবাদে খবর আসে হোয়াইক্যং ১নং ওয়ার্ড চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় হাইওয়ে সড়কে এক ব্যক্তি ইয়াবা বহন করে পাচারের উদ্দেশ্য রাস্তায় অবস্থান করতেছে।
এমন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল সংলগ্ন হাইওয়ে সড়কে টহলে থাকা হোয়াইক্যং হাইওয়ে পুলিশের টিম তাকে আটক করতে সক্ষম হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।