জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার পর এবার স্কুল ও কলেজের ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে সরকার।

বুধবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি না হয়, সেটি নিশ্চিত করতেই শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

পরিমার্জিত সময়সূচিতে বলা হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে প্রতিদিন সাতটি করে সপ্তাহে ৩৫টি ক্লাস কার্যক্রম পরিচালিত হবে। এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রমের ব্যাপ্তি হবে ৬ ঘণ্টা ১০ মিনিট এবং দুই শিফটের প্রতিষ্ঠানে ৫ ঘণ্টা ৫ মিনিট। এ ছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে সকাল ৭টায়। বিরতিসহ শেষ হবে ৫টা ২৫ মিনিটে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির সময়সূচিতে বলা হয়েছে, প্রতিটি ক্লাস হবে ৫০ মিনিটের। বাংলা, ইংরেজি এবং শাখা ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে পাঁচটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য তিনটি ক্লাস কার্যক্রম পরিচালিত হবে। সব মিলিয়ে সপ্তাহে ক্লাসের সংখ্যা দাঁড়াবে ২৮টি, তবে ঐচ্ছিক বিষয়সহ এ সংখ্যা হবে ৩৩টি।