মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের বর্তমান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত (৬০৪২) কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত ৬৭২ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে শাহ রেজওয়ান হায়াত সহ অতিরিক্ত সচিব পদমর্যাদার ৬ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, অধিদপ্তর ও বিভাগে পদায়ন করা হয়েছে।
শাহ রেজওয়ান হায়াত বিসিএস (প্রশাসন) ১৩ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। ১৯৯৪ সালে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি সহকারী কমিশনার হিসাবে সরকারি চাকুরীতে যোগ যোগ দেন। তিনি কৃতিত্বের সাথে সমাজবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
শাহ রেজওয়ান হায়াত কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসাবে যোগ দেওয়ার আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে শরনার্থী সেলের প্রধান ছিলেন। রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা শাহ রেজওয়ান হায়াত এর সহধর্মিণী ইসরাত চৌধুরীও বিসিএস (প্রশাসন) ১৩ তম ব্যাচের একজন উর্ধতন কর্মকর্তা। শাহ রেজওয়ান হায়াত এবং ইসরাত চৌধুরী দম্পতি ২ পুত্র সন্তানের জনক ও জননী।
অপরদিকে, কক্সবাজারের নতুন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসাবে জ্যেষ্ঠ যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান (৬৪৫৮) কে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত ৬৭১ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মিজানুর রহমান সহ যুগ্মসচিব পদমর্যাদার ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, অধিদপ্তর ও বিভাগে পদায়ন করা হয়।
নতুন আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান বর্তমানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২০ সালের ২৬ এপ্রিল এ পদে যোগদান করেন।
কক্সবাজারের নতুন আরআরআরসি পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ মিজানুর রহমান এর আগে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এডিশনাল আরআরআরসি) হিসাবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ মিজানুর রহমান বিসিএস (প্রশাসন) ১৭ তম ব্যাচের একজন কর্মকর্তা। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের শাপলাপুর চেকপোস্টে মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পুলিশ কর্তৃক হত্যার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান।