আবুল কালাম, চট্টগ্রাম:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, জনগনের ট্যাক্সের টাকা উন্নয়নের নামে বিদেশি ঋণ লুটপাট করে বিদেশে পাচার করেছে সরকার। আর দেশে বর্তমানে যে আর্থিক সংকট চলছে তার জন্য আওয়ামী লীগ একমাত্র দায়ী। সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অবস্থা এখন তলাবিহীন ঝুড়ির মতো হয়ে গেছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নগরীর নসিমন দলীয় কার্যালয়ের মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাই তারা এখন বেসামাল অবস্থায় আছে।

জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। তাই সরকারের মন্ত্রীরা কখনো ভারতের কাছে, কখনো পুলিশের কাছে, আবার কখনো তাদের অনুগত নির্বাচন কমিশনারের উপর নির্ভর করে পুনরায় ক্ষমতা কুক্ষিগত করার নীলনকশা করছে।

আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণের ওপর। লিটার প্রতি ৪৫ টাকা জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবার মাত্র পাঁচ টাকা কমানোর মাধ্যমে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। দমন পীড়ন যত বাড়বে, আন্দোলন তত জোরদার হবে।

রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে ক্ষমতা রক্ষা করা যাবে না। সরকার যখন দেউলিয়া হয়ে যাবে তখন কোনো সরকার বাহিনী কিংবা বিশ্বস্ত আমলারাও সরকারের সঙ্গে থাকবে না। সুবিধাভোগীরা তখন হয়তো পালিয়ে যাবে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও ধর্মবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।