মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের রামু’র জোয়ারিয়া নালার কৃতি সন্তান সচিব মোমিনুর রশিদ আমিন-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত ৩১২ নম্বর স্মারকে জারীকৃত এক আদেশে বিসিএস (প্রশাসন) একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন-কে ২ বছরের জন্য এ মনোনয়ন দেওয়া হয়।
রামু’র জোয়ারিয়ানালার বিশিষ্ট শিক্ষাবিদ, জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জালাল আহমদ চৌধুরী’র সন্তান মোমিনুর রশিদ আমিন জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয় হতে ১৯৮০ সালে বিজ্ঞান বিভাগে প্রথম ডিভিশন নিয়ে এসএসসি পাশ করেন। ১৯৮২ সালে চট্টগ্রাম সরকারি কলেজ হতে বিজ্ঞান বিভাগে প্রথম ডিভিশন নিয়ে এইসএসসি পাশ করেন কৃতিত্বের সাথে। ফরেষ্ট্রী বিভাগের চতূর্থ ব্যাচের কৃতি শিক্ষার্থী হয়ে মোমিনুর রশিদ আমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ মাস্টার্স পাশ করেন ১৯৮৬ সালে। ২০১২ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন কক্সবাজারবাসীর গর্বের ধন মোমিনুর রশিদ আমিন।
১৯৯১ সালে দেশের অভিজাত ক্যাডার সার্ভিস বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন দৃঢ় আত্ম প্রত্যয়ী মোমিনুর রশিদ আমিন। সরকারি চাকুরির শুরুতে তিনি দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার, পরে তানোর, গোদাবাড়ি ও রাউজানের এসি ল্যান্ড, লক্ষীপুর সদর উপজেলার ইউএনও, ফেনী’র অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র একান্ত সচিব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রনালয়ের যুগ্মসচিব, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরিচালনা বোর্ডের সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন অত্যন্ত সফলতার সাথে।
মোমিনুর রশিদ আমিন (৫৪৯৮) ২০২১ সালের ২৪ জুন সরকারের অতিরিক্ত সচিব হতে সচিব পদে পদোন্নতি লাভ করেন। তখন থেকে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমি’র রেক্টর (সচিব) হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
বিস্ময়কর মেধাবী মোমিনুর রশিদ আমিন সরকারিভাবে জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন, মায়ানমার, থাইল্যান্ড, অষ্ট্রেলিয়া, ইটালি, স্পেন, সৌদী আরব, কাতার সহ বিশ্বের আরো বিভিন্ন দেশ সফর করেন।
অদম্য মনোবল সম্পন্ন মোমিনুর রশিদ আমিন চাঁপাইনবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের কন্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স করা ইসরাত বেগমকে জীবনসঙ্গিনী হিসাবে বেচে নিয়েছেন। সচিব মোমিনুর রশিদ আমিন ও ইসরাত বেগম দম্পতির একমাত্র সন্তান রাশিক ইশমাম ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত। সচিব মোমিনুর রশিদ আমিন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলের বড় ভাই।
সচিব মোমিনুর রশিদ আমিন-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে মনোনয়ন দেওয়ার পর তিনি তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে একটি স্ট্যাটাস দিয়ে অনুভূতি ব্যক্ত করেন। নিম্মে স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
“বাংলাদেশ সরকার কর্তৃক আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি সহৃদয় কৃতজ্ঞতা। আমার চিরচেনা পাহাড় ঘেরা সবুজের সমারোহে পাখির কলতানে মুখরিত Institute of Forestry and Environmental Science, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে চতুর্থ ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচ) এর ছাত্র হিসেবে ৪ বছর মেয়াদী Forestry ডিগ্রি অর্জন করে আমার আজকে এই অবস্থানে আসা। বিশ্ববিদ্যালয়ের আমার সকল শিক্ষকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। শিক্ষা মন্ত্রণালয়সহ দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা এবং বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে নিজ বিশ্ববিদ্যালয়ে কাজে লাগানোর, শিক্ষার মানোন্নয়নে ও সার্বিক ব্যবস্থাপনায় অবদান রাখার এ এক অপূর্ব সুযোগ। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ‘SMART’ বাংলাদেশ করতে শিক্ষা সহায়তা, যুগপোযোগী বিষয়, কারিকুলাম ও আইটিতে বিশেষ গুরুত্ব দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আমরাও নিজ নিজ অবস্থান থেকে সেই লক্ষ্যে প্রিয় মাতৃভূমিকে সকল সূচকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।