চকরিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সৌদিয়া বাস গাড়ির ধাক্কায় রাস্তা পারাপারে সময় হিরেন্দ্র শীল (৬৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত হিরেন্দ্র শীল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার মৃত বিমলচন্দ্র শীলের ছেলে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বানিয়ারছড়া স্টেশন এলাকায় হিরেন্দ্র শীল নামে এক বৃদ্ধ পথচারী মহাসড়ক পারাপার করছিল। ওই সময় দ্রুতগামী সৌদিয়া পরিবহণের একটি বাস পথচারী হিরেন্দ্র শীলকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ পথচারী ঘটনাস্থলেই মারা যান। পরে চিরিংগা হাইওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। ঘাতক বাস গাড়িটি হাইওয়ে পুলিশ জব্ধ করেছে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোর্শেদুল আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। নিহতের স্বজনদের কাছে আইনানুগ প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে। এনিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।