চট্টগ্রাম প্রতিনিধি:
স্থানীয় সরকার নির্বাচনের তৃতীয় ধাপে বৃহত্তর চট্টগ্রামে ৭৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দিয়েছেন। এরমধ্যে রাউজান উপজেলায় ১৩ জন রাঙ্গুনিয়া ১৩ জন ও হাটহাজারিতে ১৩ জন মোট ৩৯ জন দলীয় প্রতীক বরাদ্দ দিয়েছেন।
এছাড়াও কক্সবাজার চকরিয়া উপজেলায় ১০টি ইউনিয়ন ও পেকুয়ার ৬টি ইউনিয়নে দলীয় মনোনয়ন দেন। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ৩ ইউনিয়ন, মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়ন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ ইউনিয়ন, কাউখালী উপজেলার ৪ ইউনিয়নে, বান্দরবন জেলার আলিকদম উপজেলার ৪ ইউনিয়ন এবং রুমা উপজেলার ৪ ইউনিয়নের আ.লীগের দলীয় প্রার্থী ঘোষণা করেন।
রাউজান উপজেলায় হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো. শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী, চিকদাইর প্রিয়তোষ চৌধুরী, গহিরা নুরুল আবছার, বিনাজুরী রবীন্দ্র লাল চৌধুরী, রাউজান বিএম জসিম উদ্দীন, পাহাড়তলী মো. রোকন উদ্দিন, পূর্ব গুজরা আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়া মোহাম্মদ বাবুল মিয়া, বাগোয়ান ভুপেশ বড়ুয়া ও নোয়াজিষপুর মোহাং সরোয়াদী।
রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউপিতে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পান মো. সামশুল আলম তালুকদার, হোছনাবাদ ইউপিতে মো. দানু মিয়া, পারুয়া মো. একতেহার হোসেন, পোমরা জহির আহমদ চৌধুরী, বেতাগী মোহাম্মদ নুর কুতুবুল আলম, সরফভাটা শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, শিলক মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, পদুয়া মুহাম্মদ আবু জাফর, চন্দ্রঘোনা মোহাম্মদ ইদ্রিচ আজগর, কোদালা মো. আব্দুল কাইয়ুম, ইসলামপুর মো. সিরাজ উদ্দিন চৌধুরী, দক্ষিণ রাজানগর আহামদ ছৈয়দ তালুকদার ও লালা নগর মীর তৌহিদুল ইসলাম।
হাটহাজারি উপজেলার ধলই ইউপিতে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পান মোহাম্মদ আলমগীর, মির্জাপুর মো. আকতার হোসেন খান, গুমানমর্দ্দন মো. মজিবুর রহমান, নাঙ্গলমোড়া হুমায়ুন কবির, ছিপাতলী মোহাম্মদ নুরুল আবেদীন, মেখল মোহাম্মদ সালা উদ্দিন, গড়দুয়ারা মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার, উত্তর মার্দাশা মোহাম্মদ শাহেদুল আলম, ফতেপুর মো. জয়নুল আবেদীন, চিকনদন্ডী হাসান জামান বাচ্চু, দক্ষিণ মার্দাশা মোহাম্মদ সরওয়ার, শিকারপুর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী ও বুড়িশ্চর ইউপিতে এম বেলাল উদ্দীন।
কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ইউপিতে নুরে হোছাইন আরিফ, ভেওলা মানিকচর মো. শহিদুল ইসলাম, পূর্ব বড়ভেওলা ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিল জন্নাতুল বকেয়া, সাহারবিল মহসিন বাবুল, পশ্চিম বড়ভেওলা সিরাজুল ইসলাম চৌধুরী, ঢেমুশিয়া এস এম মঈন উদ্দিন আহমদ চৌধুরী, কোনাখালী জাফর আলম সিদ্দীকি, লক্ষ্যাচর মহিউদ্দিন মো. আওরঙ্গজেব ও কাঁখারা ইউপিতে শওকত ওসমান।
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপিতে আবুল কাশেম, উজানটিয়া এম শহীদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউপিতে মো. নাজেম উদ্দিন, পেকুয়া সদর জহিরুল ইসলাম, রাজাখালী মো. নজরুল ইসলাম ও শিলখালী মো. কাজিউল ইসলাম।
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং মাহমুদা বেগম, বোয়ালখালী মো. মোস্তফা ও কবাখালী ইউপিতে মো. আব্দুল বারেক।
মহালছড়ি উপজেলার সদর মহালছড়ি ইউপিতে রতন কুমার শীল, মুবাছড়ি ইউপিতে কংজরী মারমা, মাইসছড়ি ইউপিতে মো. গিয়াস উদ্দিন ও ক্যায়াংঘাট ইউপিতে রুপেন্দু দেওয়ান।
রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউপিতে রবার্ট ত্রিপুরা, ঘাইন্দ্যা পুচিংমং মারমা ও বাঙ্গালহালিয়া ইউপিতে আদোমং মারমা।
কাউখালী উপজেলার বেতবুনিয়া অংক্যজ চৌধুরী, ফটিকছড়ি থোয়াই মারমা, ঘাগড়া মো. নাজিম উদ্দিন ও কলমপতি ইউপিতে ক্যজাই মারমা।
বান্দরবন আলীকদম উপজেলার আলীকদম সদর ইউপিতে মোহাম্মদ নাছির উদ্দিন, চৈক্ষংফেরদৌস রহমান, নয়াপাড়া ফোগ্য মার্মা ও কুরুপপাতা ইউপিতে ক্র্যতপুং ম্রো।
রুমা উপজেলার রুমা সদরে শৈমং মার্মা, পাইন্দু ইউপিতে সাপ তলং বম, গ্যালেংগ্যা মেনরত ম্রো ও রেমাক্রী প্রাংসা ইউপিতে জিরা বম।
তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন ১০ পৌরসভায়ও ভোট হবে। ৩১ ইউপি ও ১০ পৌরসভায় ইভিএমে ভোট হবে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।
তথ্য অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।