সিবিএন:
আসন্ন ইউপি নির্বাচনে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হলেন বর্তমান সদস্য শরীফ উদ্দিন। সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নিয়ম অনুযায়ী তাকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে স্থানীয়রা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ অক্টোবর। এতে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন নি। মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নিয়মানুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হলে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। ২৬ই অক্টোবর প্রত্যাহারের শেষ দিন ছিলো।
এতে অন্য কোন প্রার্থী না থাকায় বুধবার (২৭ অক্টোবর) বর্তমান সদস্য শরীফ উদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সদর নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শিমুল বিশ্বাস। তিনি বলেন, ঝিলংজার ৯নং ওয়ার্ডে দুইজন প্রার্থী ছিলেন। একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এজন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরীফ উদ্দিনকে বেসরকারিভাবে সদস্য ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ২৮ মে ঝিলংজার ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে প্রথমবারের মতো বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছিলেন শরীফ উদ্দিন।