এম.এ আজিজ রাসেল :
কক্সবাজারের রামুতে স্বাদ শো-রুম রাহমানিয়া বেকারি ও আলম ট্রেডার্সকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে চৌমুহনী বাজার ও ফকিরা বাজার এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে স্বাদ শো-রুমকে ৭ হাজার টাকা রহমানিয়া বেকারিকে ২০ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে আলম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জনাব মমতাজ উদ্দিন।
বাজার অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্পর্কে প্রচারণা করা হয়। অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা রাখা এবং অনুমোদন বিহীন পণ্য বিক্রয় না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।