আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কক্সবাজার সদর উত্তর জোনের উদ্বোধনী খেলায় উদীয়মান শক্তি চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা শক্তিশালী প্রতিপক্ষ ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে দিয়েছে।
বুধবার ( ৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঈদগাঁহ রশিদ আহমদ কলেজ সংলগ্ন শেখ রাসেল স্টেডিয়ামে উভয় দলের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়।পরে ট্রাইবেকারে ৮-৭ গোলে চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা-ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উঠে।
খেলাটি পরিচালনা করে মিজানুর রহমান। বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রথম সেমিফাইনালে চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা আরেক শক্তিশালী প্রতিপক্ষ নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের মোকাবেলা করবে।
একই দিন ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) বনাম ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় কেজি স্কুল ৪-৩ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে উঠে।খেলাটি পরিচালনা করেন চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ ফেরদাউস।
অপর খেলায় নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে ইছাখালী দাখিল মাদ্রাসাকে হারিয়ে সেমিফাইনালে উঠে।বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে কেজি স্কুল-পোকখালী উচ্চ বিদ্যালয়ের মোকাবেলা করবে।
উল্লেখ্য, শুরুতে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ঈদগাঁহ কেজি স্কুলের প্রধান শিক্ষক শহীদুল হক, উপস্থিত ছিলেন চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা সুপার মওলানা মিজানুর রহমানসহ অন্যান্য মাদ্রাসা- স্কুলের প্রধান, সহকারী প্রধান,শিক্ষক ও অসংখ্য শিক্ষার্থীরা । খেলার শুরু থেকে শেষ পর্যন্ত বিপুল উল্লাস ও করতালিতে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন উপস্থিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।