প্রেস বিজ্ঞপ্তি:

জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলার শাখার দপ্তর সম্পাদক এম ওসমানি’র পিতা কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার বাসিন্দা আমিন উল্লাহ আর নেই।
আজ বৃহস্পিতবার দুপুর সাড়ে ১২ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নানিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি হলে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় হঠাৎ অবস্থা সংকটাপন্ন হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ নাতী-নাতনি রয়েছে।
মাগরিবের নামাজের পর নুনিয়াছড়া কবরস্থানস্থ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে।

এম ওসমানি’র পিতা আমিন উল্লাহর মৃত্যুতে জেলা শ্রমিকলীগ ও উপজেলা শ্রমিক লীগগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।