নিজস্ব প্রতিবেদক :
বিদায়বেলায় ব্যবসায়ীদের ভালবাসায় সিক্ত হয়েছেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক এহসানুল হক। বৃহস্পতিবার বিকালে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় ব্যবসায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তুলে দেন ক্রেস্ট ও উপহার।

মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ব্যবস্থাপক এহসানুল হক, ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান ও হিসাব রক্ষক আশীষ কুমার বৈদ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবস্থাপক এহসানুল হক একজন আলোকিত মানুষ। কর্মকালীন সময়ে তিনি রাজস্ব আদায়ের পাশাপাশি কাজ করেছেন মৎস্য ব্যবসায়ীদের উন্নয়নে। তাঁর মহৎকর্ম সমূহ অবসর জীবনে প্রশান্তি এনে দেবে। তাঁকে আজীবন মনে রাখবেন মৎস্য ব্যবসায়ীরা।

সংবর্ধনার জবাবে বিদায়ী ব্যবস্থাপক এহসানুল হক বলেন, ব্যবসায়ীদের এই ভালবাসা চলার পথে পাথেয় হয়ে থাকবে। মৎস্য অবতরণ কেন্দ্রের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যা বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা উপকৃত হওয়ার পাশাপাশি ব্যবসার পরিসর বৃদ্ধি পাবে। যতদিন বাঁচি, বাঁচি যেন ভালোবাসা নিয়ে বাঁচি যেন হৃদয়ের উত্তাপ বিলিয়ে। এ জন্য সবার দোয়া চাই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মচারী ইউনিয়নের নেতা মো. ইখতিয়ার হোসেন।

এসময় মৎস্য ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাসুদ রানা, অর্থ সম্পাদক আমির হোসেন, সাবেক অর্থ সম্পাদক একরামুল হুদা, সদস্য জসিম উদ্দিন, মজনুল করিম, সদস্য নুরুল হুদা বুলু, মুজিবুর রহমান, আবুল কালাম সওদাগর, মোহাম্মদ ছিদ্দিক, সুলতান সওদাগর, মোহাম্মদ খালেক, দানু, মনছুর, ছৈয়দ সওদাগর সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।