মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে সালেহ আহমেদ (১৮৮৫৭) কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত ২১ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সালেহ আহমেদ-কে উখিয়া উপজেলার এসি ল্যান্ড পদে পদায়ন করা হয়।
উখিয়ায় নতুন নিয়োগ পাওয়া এসি ল্যান্ড সালেহ আহমেদ কুমিল্লা জেলার বাসিন্দা এবং তাঁর শ্বশুর বাড়ি নোয়াখালী জেলায়। নতুন নিয়োগ পাওয়া এসি ল্যান্ড সালেহ আহমেদ উখিয়ার বিদায়ী এসি ল্যান্ড মোঃ তাজ উদ্দিন এর স্থলাভিষিক্ত হবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।