মোঃ আশফাক উদ্দীন আরফাত:
বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগাঁও উপজেলা শাখার সম্মেলন আগামী ১২ সেপ্টেম্বর। সম্মেলন ও কাউন্সিলে আওয়ামীলীগের তরুণ ও প্রবীণ বেশ ক`জন নেতা প্রার্থী হয়েছেন। আসন্ন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সিনিঃ সহ সভাপতি, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী।
পাঠকের সুবিধার্থে ফেইসবুক স্ট্যটাস্ হুবহু তুলে ধরা হলো-
"" আসসালামু আলাইকুম প্রিয় ঈদগাহ বাসী।
আমি মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের সন্তান, অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে অপরিচিত। আমি জনাব আবু তালেব ভাইয়ের কর্মী ছিলাম। তিনি একজন দোষে-গুনে মানুষ। হয়তো অনেকের কাছে প্রিয় হয়ে উঠতে পারেনি, হয়তো পারবেও না। তবে গত চল্লিশ বছরের একজন মাঠকর্মী হেরে গেলে আওয়ামীলীগ হেরে যাবে। মাঠের রাজনীতিকে উপলক্ষ করে তিনি খুব বেশি আয়-রোজগার করতে জানেন না এটা আমি জানি। তাঁর দীর্ঘ রাজনৈতিক পাঠশালা থেকে আমার মতো অসংখ্য কর্মীর জন্ম হয়েছে। তিনি অপেক্ষাকৃত নিরাপদ হবেন এটা আমি দৃঢ় ভাবে দাবী করতে পারি। নির্বাচনে ব্যক্তিগত অভিমান মাথায় নিলে এলাকার ক্ষতি হয়ে যাবে। নব গঠিত ঈদগাঁহ উপজেলার প্রথম সন্মেলন সুন্দর হউক, সফল হউক। হুমায়ুন কবির হিমু ভাই, জাহাঙ্গীর ভাই, করিম ভাইসহ সকলের জন্য শুভকামনা। ""