হ্যাপী করিম, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাজী মুজিবুল হক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে মহেশখালী-বদরখালী সড়কে হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া এ দূঘটনা ঘটে। এতে স্থানীয় মৃত মৌলানা শফিকুর রহমানের পুত্র হাজী মুজিবুল হক দুঘটনা শিকারে গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাঁহাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ছেলে মোস্তফা কামাল জানায়, প্রতিদিনের ন্যায় সকালে চায়ের দোকান থেকে চা খেয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ড ভ্যান তার বাবাকে ধাক্কা দেয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান- স্বজনদের অভিযোগ না থাকায় সুরতহালের পর মরদেহের পরিবারের কাছে হস্তান্তর করা হয়