সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের সাবেক প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাইদুল আলম বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবতায়ন অনিবার্য।
শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইদুল আলম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অনুধাবন করেছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে গেলে সংগঠনকে সম্প্রসারণ করতে হবে।
কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে হবে বলে জানান সাইদুল আলম।
শহর সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সহ-সভাপতি এম ইউ বাহাদুরের সঞ্চালনায় দায়িত্বশীল সভায় উপস্থিত ছিলেন, শহর সহসাধারণ সম্পাদক আমীর আহমেদ, কোষাধ্যক্ষ আবুল মনছুর, শ্রমিক নেতা মাসুদ, আবদুর রহিম, নবী হোসেন প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।