এম.এ আজিজ রাসেল :
কক্সবাজারে শেষ হলো ওয়ালটন প্রথম রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা। শনিবার সকালে সমুদ্র সৈকতের লাবণী বীচ পয়েন্টস্থ জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে এ প্রতিয়োগাতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

তিনি বলেন, ‘এই আয়োজন পর্যন্ত শিল্প ও ক্রীড়া উন্নয়নে অবদান রাখবে। পর্যটনের পাশাপাশি ক্রীড়ার কেন্দ্রবিন্দু হিসেবেও নতুন করে জানবে কক্সবাজারকে। এছাড়া এখানকার পরিবেশ ও জীব বৈচিত্র্য সুরক্ষায় মানুষ আরও সচেতন হবে।’

ওয়ালটন প্রথম রোলার স্কেটিং ম্যারাথন এর আহবায়ক আখতারুজ জামান খান কবিরের সভাপতিত্বে এতে ওয়ালটনের জেষ্ঠ্য নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই মাদক থেকে রক্ষায় ওয়ালটন গ্রুপ সারাদেশে যুব সমাজকে ক্রীড়ামূখী করার কাজ করছে। দেশের অহংকার কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখা এই আয়োজনের অন্যতম লক্ষ্য। ‘

পরে রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতার ছেলেমেয়ে ৭টি বিভাগে বিজয়ী ২১জন স্কেটারের মাঝে সনদ, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে কলাতলী বীচ পয়েন্টে বীচ ক্লিনিং কর্মসূচীর আয়োজন করে ওয়ালটন।

ফলাফল :
সিনিয়র মেয়ে: ১ম বৈশাখী – আনসার ভিডিপি, ২য় লাবিবা – লেজার স্কেটিং ক্লাব ও ৩য় নওশীন – দিনাজপুর স্কেটিং এসোসিয়েশন।

সিনিয়ার ছেলে: ১ম সাবিও গোমেজ – আনসার ভিডিপি, ২য় জিসান- আনসার ভিডিপি ও ৩য় সাগর- আনসার ভিডিপি।

১৬ থেকে ১৮ ছেলে: ১ম মাহমুদ হাসান – আনসার ভিডিপি, ২য় বাপ্পি- লেজার স্কেটিং ক্লাব ও ৩য় হৃদয় – লেজার স্কেটিং ক্লাব স্কেটিং ক্লাব।

১২ থেকে ১৪ মেয়ে: ১ম শিমু- দিনাজপুর স্কেটিং অ্যাসোসিয়েশন, ২য় শ্রেয়া- দিনাজপুর স্কেটিং অ্যাসোসিয়েশন ও ৩য় রাফা – দিনাজপুর স্কেটিং অ্যাসোসিয়েশন।

১৪ থেকে ১৬ ছেলে: ১ম একরাম – উত্তরা ফ্রেন্ডস ক্লাব রোলার স্কেটিং একাডেমী, ২য় শান্ত – শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাব ও ৩য় সজীব – শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাব

১২ থেকে ১৪ ছেলে: ১ম মৃদুল – উত্তরা ফ্রেন্ডস ক্লাব রোলার স্কেটিং একাডেমী, ২য় ইরাব – উত্তরা ফ্রেন্ডস ক্লাব রোলার স্কেটিং একাডেমী ও ৩য় আলিফ – দিনাজপুর স্কেটিং ক্লাব।