বলরাম দাশ অনুপম:
ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এরমধ্যে একটি গ্যাস সিলিন্ডারের দোকান ও তিনটি ফার্মেসীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং ড্রাগ এক্ট ১৯৪০ অনুযায়ী বিভিন্ন ধারা লংঘনের দায়ে মোট ১ লক্ষ ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে চলা এই অভিযানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঔষধ তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট। এছাড়াও সোমবার দিনব্যাপি বিভিন্ন কাজে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।

এরমধ্যে ঈদগা ইউনিয়নে খাস জমির উপর নির্মীয়মান অবৈধ স্থাপনা উচ্ছেদ, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের পুনর্বাসনের নিমিত্ত খাস জমি নির্বাচন এবং উপকারভোগী বাছাই, ঈদগড় রোডে বিভিন্ন যানবাহনকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৩ হাজার টাকা অর্থদণ্ড এবং ইসলামাবাদ ইউনিয়নে নির্মাণাধীন সেতুর জায়গা সংক্রান্ত জটিলতা নিরসনে সরেজমিন পরিদর্শন ও সমাধান করেন সদর ইউএনও।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মাণাধীন ঘর পাইয়ে দেয়ার কথা বলে কিছু দালাল শ্রেণির লোক টাকা হাতিয়ে নিচ্ছে বলে শোনা যাচ্ছে। কেউ যদি এই বিষয়ে টাকা নিতে চায় তাহলে বিষয়টি তাৎক্ষনিক উপজেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।