প্রেস বিজ্ঞপ্তি :
রামু উপজেলার প্রবীন আওয়ামী লীগ নেতা, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, ফরেষ্ট অফিস এলাকার বাসিন্দা লাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পবিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা লাল মিয়া মেম্বার গত শুক্রবার (২২ অক্টোবর) রামু হাসপাতাল গেইট এলাকায় সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর'২১) বেলা আড়াই টার দিকে ইন্তেকাল করেন। শুক্রবার, ২৯ অক্টোবর সকাল ১০টায় স্থানীয় ফরেষ্ট অফিস জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।