বিনোদন প্রতিবেদক:
শরীরের সুস্থতার সঙ্গে খেলাধুলার সুনিবিড় সম্পর্ক রয়েছে। অপরদিকে মনের সুস্থতার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিনোদন। আর বিনোদনের অন্যতম শক্তিশালী এবং প্রধান মাধ্যমই হচ্ছে গান বা সঙ্গীত। গান শোনার শ্রোতাদের বয়সের কোনো গাছপাথর নেই। সব বয়সের সকল মানুষই গান শোনেন। নির্মল আনন্দ—বিনোদনের জন্য গানের বিকল্প নেই। খেলাধুলা আর সঙ্গীতকে এক সুঁতোয় বাঁধার কঠিন কাজটি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্রীড়াবান্ধব কর্পোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। তরুণ প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঠিক পাঠদানেও ভূমিকা রেখে চলেছেন তিনি।
শুদ্ধ বাংলা গানের চর্চাটা যেমন নিজে চালিয়ে যাচ্ছেন; তেমনি পূর্বসূরি পতিথযশা শিল্পীদের গাওয়া গানগুলোকেও সঠিক নিয়ম মেনে এবং সুর—তাল—লয় ঠিক রেখে গাওয়ার চেষ্টাটা বরাবরই করে যাচ্ছেন কণ্ঠশিল্পী ডন। অতীতে যেমন এই চর্চায় ব্যত্যয় হয়নি; আজ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের শেখ কামাল অডিটোরিয়ামে ওয়ালটন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের প্রোগ্রামেও এর ব্যত্যয় ঘটাননি। বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে বৃহস্পতিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক কনসার্টে অংশ নেন ডন। যেখানে শিল্পী নিজের গাওয়া মৌলিক গানের পাশাপাশি এপার এবং ওপার বাংলার জনপ্রিয় শিল্পীদের শ্রুতিমধুর বেশ কিছু গান পরিবেশন করে দর্শক—শ্রোতার মন আনন্দে ভরিয়ে দেন।
‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’— বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের এই গান দিয়ে একক কনসার্টের সূচনা করেন ডন। এরপর একে একে গেয়ে শোনান আরো ছয়টি গান। যার মধ্যে কিংবদন্তী শিল্পী মান্না দে’র গাওয়া আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো— ও ছিল। এছাড়া চুমকি চলেছে একা পথে, আমি পাথরে ফুল ফোটাব, যার জন্য ঘর বানাইলাম, অনেক সাধের ময়না আমার এবং আমি জানি রে জানি গানগুলো পরিবেশন করেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ালটন কাপ বডি বিল্ডিং প্রতিযোগিতার বৃহস্পতিবার ছিল সমাপনী দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে শুধু পুরস্কারই তুলে দেননি ডন, মাইক্রোফোন হাতে গান গেয়ে শ্রোতামনে রীতিমতো ঝড় তোলেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এর মাত্রাকে আরো বহুগুণে বাড়িয়ে তোলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার কর্মকর্তা মীর মোহাম্মদ মোতাহার হোসেন, রিয়াল হিরোজ এক্সপোর চেয়ারম্যান মালা খন্দকার, বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঙ্গীত পরিবেশনের আগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডন। পুরস্কার মঞ্চে ডনের সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও। তিনিও বিজয়ীদের উৎসাহিত করেন এবং পুরস্কার তুলে দেন।
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘ওয়ালটন কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ—২০২২।’ পুরুষদের দুটি ও মেয়েদের একটিসহ মোট তিনটি বিভাগে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিনিয়র মেনস বডি বিল্ডিং হয় চারটি ওজন শ্রেণিতে। সেগুলো হলো— ৬০ কেজি, ৭০ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। মেনস ফিজিক হয় ১৬৬ সে.মি, ১৭০ সে.মি ও ১৭০+ সে. মি ক্যাটাগরিতে। আর উইমেন্স হয় উন্মুক্ত ক্যাটাগরিতে। প্রতিযোগিতার প্রত্যেক ক্যাটাগরির ছয়জনকে পুরস্কৃত করা হয়। তার মধ্যে প্রতি ক্যাটাগরির প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারকারীদের প্রাইজমানি দেওয়া হয়। সব মিলিয়ে মোট ২ লাখ ৮০ হাজার টাকার প্রাইজমানি পাব বিজয়ীরা। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি.কম।