নিজস্ব প্রতিবেদক:
দুবৃর্ত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদার। তাকে ২৪ ঘন্টা নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার জেলা শাখার ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইশতিয়াক আহমদ জয়, সাংবাদিক মহসিন শেখ, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান, কফিল উদ্দিন এনি, জামী ও মাতামুহুরি ছাত্রলীগ সভাপতি চৌধুরী আসফি।

সভায় বক্তারা বলেন, দিবালোকে হত্যার উদ্দেশ্যে মুজিব রণাঙ্গনের লড়াকু সৈনিক মোনাফ সিকদারকে গুলি করা হয়েছে। এই ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও হামলাকারীরা এখনো গ্রেফতার হয়নি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতা করে আসল অপরাধীর মুখোশ উন্মোচন করা হউক। নচেৎ আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিন, সোহেল বড়–য়া, বাদশা রাশেদ খান, কামরুল হাসান সোহাগ, রউফ উন নেওয়াজ ভুট্টো, শাহ নিয়াজ, বিপ্লব মুন্না, নাজমুল হাসান শাকিল, মেহেদী হাসান রাজ, তাওসিফুর রহমান জিতু, সাইদ হোসেন কাদেরী, আরমান, সাইফুদ্দিন, ফয়াসাল, আনাসারুল করিম, শাহাদাত হোসাইন, আফসান রেজা, মহিউদ্দিন, কাইসারুল কায়েস, নুরুল মোস্তফা, রাজিবুল ইসলাম মোস্তাক শত শত ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে টেইলার্স মালিক সমিতি, বৃহত্তর পেশকার পাড়ার জনসাধারণসহ বিভিন্ন সংগঠন স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।

উল্লেখ্যঃ গত বুধবার রাত ৯টার দিকে কলাতলীর সুগন্ধা পয়েন্টে শুটকী মার্কেটে সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারকে গুলি করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় আরও একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে।