মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আনছারুল করিম-কে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ-১ আদালতের এপিপি (Assistant public prosecutor) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগের সলিসিটর অনুশাখার এক আদেশে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। উদীয়মান আইনজীবী এডভোকেট আনছারুল করিম মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছরা গ্রামের মরহুম হাজী নুর আহমদ ও ছেমন খাতুন এর সপ্তম পুত্র। তিনি ২০১৪-২০১৫ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। ২০১২ সালের ২ এপ্রিল এডভোকেট আনছারুল করিম একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
এদিকে, এডভোকেট আনছারুল করিম কক্সবাজারের যুগ্ম দায়রা জজ-১ আদালতের এপিপি হিসাবে নিয়োগ পাওয়ায় এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।