হ্যাপী করিম, মহেশখালী:
চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন কোহিনুর আক্তার নামের মহেশখালীর গৃহবধূ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে একটি চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।
কোহিনূর মহেশখালী পৌরসভার সিকদারপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।
চিকিৎসকেরা জানান, কোহিনুর আক্তার দীর্ঘদিন সাব-ফার্টিলিটিতে ভুগছিলেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে। অস্ত্রোপচার করা চিকিৎসক বলেন আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।
চার নবজাতকের বাবা ওমর ফারুক বলেন, চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেকআপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। একসাথে ৪ সন্তানের জন্মদানে কোহিনূরের স্বামী প্রবাসী ওমর ফারুক ও শ্বশুর বাড়ির লোকজন বেশ আনন্দিত, গত ২০১৫ সালে ২৪ জানুয়ারি ওমর ফারুক ও কোহিনূরের মধ্যে বিয়ে হয়। ২০১৯ সালে তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়।