শাহেদ মিজান, সিবিএন:
পর্যটন দিবস সামনে রেখে সাতদিন ব্যাপী আয়োজন হতে যাওয়া পর্যটন মেলা ও বীচ কার্ণিভালে উপলক্ষ্যে জেলা প্রশাসনের ঘোষণা করা ৫০ শতাংশ ছাড়ের অফার থেকে সরে এসেছেন কক্সবাজারের পর্যটন এলাকার রেস্তোরাঁ মালিকরা। ৫০ শতাংশ ছাড় দেয়া সম্ভব নয় বলে সেখান থেকে সরে এসে ১৫ শতাংশ ছাড়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তারা।
রোববার রাতে এক রুদ্ধধার বৈঠকের মাধ্যমে পর রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা এই গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।
রাতে এক কলাতলীর আল গণি রেস্তোরাঁয় সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতি এই বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি রুবেল উদ্দীনসহ সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠক শেষে নেয়া সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক বক্তব্য জানান নেতৃবৃন্দ।
এসময় সমিতির নঈমুল হক চৌধুরী টুটুল বলেছেন, পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজিত পর্যটন মেলা ও বীচ কার্ণিভাল নিয়ে যে সংবাদ করা হয়েছে সেখানে রেস্তোরাঁয় পর্যটকদের জন্য খাবারে ৫০ শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে। কিন্তু খাবারে এত পরিমাণ ছাড় দেয়া কোনোভাবেই ছাড় সম্ভব নয়। তাই ১৫ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম বলেন, এখন খাবারের সব পণ্যেরই উচ্চমূল্য রয়েছে। সস্তা বা সহনীয় মূল্যে কিছ্ইু পাওয়া যায় না। ৫০ শতাংশ ছাড় দিলে রেস্তোরাঁ ব্যবসায়ীরা মারাত্মক চাপের মধ্যে পড়ে। একদিন হলে কোনো রকম সম্ভব ছিলো; কিন্তু এক সপ্তাহ সম্ভব নয়!
সমিতির সহ-সভাপতি রুবেল উদ্দীন বলেন, কোরবানের পর থেকে দীর্ঘদিন পর্যটক নেই। এতদিন রেস্তোরাঁ চালিয়ে আনা বেশ কষ্ট হয়েছে। এর মধ্যে আর্থিক লোকসানের কারণে বেশ কিছু রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। অনেকে বিক্রি করে চলে গেছে। যারা চালু রেখেছন তারা চরম অর্থকষ্টে রয়েছেন। এখন কর্মচারী খাবার ও বেতন দিতেই ধার-কর্জ করতে হচ্ছে। এর উপর ৫০ শতাংশ ছাড় দেয়া সম্ভব নয়।
সমিতির সিনিয়র সহ-সভাপতির জেলা প্রশাসনের দেয়া ৫০ শতাংশ ছাড়ের কথাটি গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। সেটি সম্ভব না হওয়ায় আগেভাগেই সেটি থেকে সরে এসে আমাদের সামর্থ্য মতো ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছি। না হয় বদনাম হবে।
এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ৫০ শতাংশ ছাড়ের বিষয়ে আমরা রেস্তোরাঁ মালিকদের বলেছিলাম। কিন্তু ২০ শতাংশ বলেছিলো। ফলে ৫০ শতাংশ ছাড়ের কথা তখন চূড়ান্ত হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।