মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ঈদগাঁহ উপজেলা নিয়ে গঠিত ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোঃ আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিনে এ ওয়ার্ডে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ একমাত্র প্রার্থী হিসাবে মোঃ আরিফুল ইসলামকে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়া মোঃ আরিফুল ইসলাম ঈদগাঁহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী গ্রামের মৃত আবদুল গণি সওদাগরের পুত্র।