হ্যাপী করিম, মহেশখালী:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগ ত্যাগী ছাত্র নেতাদের দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছ।
এতে আহবায়ক পদে কলিম উল্লাহ ইমন, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, রিদোয়ান মাহির সজীব, সাদ্দাম আদিব, আশেক উল্লাহ, সাইফুল ইসলাম তারেক, রিফাত উদ্দিন ইলাহী ও সদস্য পদে শাকের মোহাম্মদ আবির'সহ ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ পুতু ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বাবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ পুতু প্রতিনিধি হ্যাপী'কে বলেন,‘করোনায় যারা মানুষের পাশে ছিল, সাধারণ ছাত্রদের পাশে ছিল, যারা গত জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে নানাভাবে কাজ করেছে তাদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হয়েছে।
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে যারা ত্যাগী, আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবে তাদের নিয়েই সামনে আগামী তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।