রামু প্রতিনিধি:
রামুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম, রামু সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রা²ন চৌধুরী।
সভায় বক্তারা বলেন- বর্তমান সরকার ব্যাপক উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস অব্যাহত রাখতে বদ্ধপরিকর। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের সম্মিলিত প্রয়াস সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এজন্য সবাইকে আরো বেশী আন্তরিক হতে হবে। ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনেও ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ আন্তরিক ভ‚মিকা পালন করলে দেশবাসী উপকৃত হবে।
অনুষ্ঠানে ইমাম, পুরোহিত সহ উপজেলার বিপুল সংখ্যক ধর্মীয় নেতৃবৃন্দ স্বতঃস্ফ‚র্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন রামুর মডেল কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিক।