সিবিএনঃ

রেমিটেন্সযোদ্ধা নুরুল ইসলাম। রামুর ঈদগড়ের পানিস্যাঘোনার মৃত নুর আহমদের ছেলে। সাংসারিক জীবনে ১ মেয়ে সন্তানের জনক। সৌদি আরবের জেদ্দায় ক্ষুদ্র ব্যবসার অল্প টাকায় সংসারের ঘানি টেনে যাচ্ছিলেন। সংসার জীবনটা চলছিল কোনমতে।

ভাগ্যের নির্মম পরিহাস, নুরুল ইসলামের দুইটি কিডনির ৯৩ শতাংশই এখন বিকল। খবরটি যেন মাথায় আকাশ ভেঙে পড়া! সদ্য গড়া নতুন সংসারে বেজে ওঠলো অশনি সংকেত। সংসারের অভাব মেটাতে প্রবাসে গিয়ে এখন নিজের পুরো জীবনটাই অভাবে ছেয়ে গেছে। টগবগে যুবকটির চোখেমুখে কেবল অন্ধকার। কালো মেঘের ঘনঘটা।
বিছানায় শুয়ে প্রবাস জীবন কাটছে তার। দেশে ফিরে চিকিৎসা করার সম্বলও নাই।
সৌদিতে একটি মানবিক সংস্থার সহায়তায় প্রতি সপ্তাহে ৩বার কিডনির ডায়ালসিস চলছে। এভাবে কোনভাবে বেঁচে আছেন ভাইটি।
চিকিৎসকের ভাষ্য মতে, তাকে বাঁচিয়ে রাখতে “কিডনি প্রতিস্থাপনই” একমাত্র সমাধান।
যার জন্য দরকার অন্তত ৩০ লক্ষ টাকা। ক্ষুদ্র আয়ের মানুষটির পক্ষে যা কেবল কল্পনা।

মানবিক সাহায্য সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা পেলে বেঁচে যেতে পারে একজন রেমিটেন্সযোদ্ধার জীবন।

এদিকে, অসুস্থতার খবরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে নুরুল ইসলামকে জেদ্দার বাসায় দেখতে যান পবিত্র ওমরাহ করতে যাওয়া সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর। চিকিৎসা ও শারীরিক খোঁজ-খবর নেন। সামর্থ্যবান সংস্থা ও ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানান তিনি।

???? যোগাযোগঃ
(০০৯৬৬) ৫৫১৪১০৯৬২ (সৌদি নাম্বার, নিজ)
০১৮১১ ৬২২৪৪৫ (ছৈয়দুল হক, ভাই)