গ্রেইস কক্স হোটেলের বলরুমে জুনিয়র চেম্বার (জেসিআই) কক্সবাজার চ্যাপ্টারের তৃতীয় সাধারণ সভা জুনিয়র চেম্বার কক্সবাজার এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আবু ফারহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে অদ্য ১ অক্টোবর।
শুরুতেই সেক্রেটারি জেনারেল মোনেম সালেহ সেজান কোরাম পূর্ণ করে গতবারের সাধারণ সভায় প্রস্তাবিত এজেন্ডা সমূহের সফল বাস্তবায়নের প্রেক্ষিতে সর্ব সম্মতিক্রমে পাশ হয়। একই সাথে ভারপ্রাপ্ত ট্রেজারার অদ্যবধি আয়-ব্যয় এবং আসন্ন প্রোগ্রাম সমূহ সবিস্তারে উত্থাপন করেন এবং সদস্যদের নানা জিজ্ঞাসার বিস্তারিত বর্ণনা দেন।
সভায় লোকাল প্রেসিডেন্ট আবু ফারহান জেসিআই এর বিভিন্ন প্রজেক্ট সফলভাবে চলমান থাকায় সবার সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় উপস্থিত সদস্যগণ চলমান কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ততা এবং নিজেদের আত্মোন্নতি সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
জুনিয়র চেম্বার কক্সবাজার প্রথম বছরেই "ইচ্ছেপূরণ" ও "গ্রীন কক্সবাজার" নামের দুটি প্রজেক্ট সফলতার সাথে সম্পন্ন করেছে। তার সাথে আরেকটি প্রজেক্ট উত্থাপন করে ডিরেক্টর তাহসিন লুৎফর। "কক্সবাজার টুরিজম ডেভলপমেন্ট" নামে এই প্রজেক্টের মাধ্যেমে কক্সসবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হয়।
সভায় সর্বমোট ৫টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। জেসিআই প্রেসিডেন্ট আবু ফারহান উক্ত চুক্তিপত্র স্বাক্ষর করেন। এতে মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক ককসবাজার এর পরিচালনা সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে টিটিএন এর সিইও তৌফিকুল ইসলাম লিপু, অফিশিয়াল ফটোগ্রাফি হিসেবে কক্স ফ্রেমের আমজাদ হোসেন পারভেজ এমওইউ স্বাক্ষর করেন। এছাড়াও সেকেন্ড হোম রেস্টুরেন্টের আসিফুল জনি ও সি মাউন্ট ক্যাফের মোঃ সাইফুল ইসলাম সোহেল এমওইউ স্বাক্ষর করেন।
এই চুক্তির পরে বাংলাদেশের সকল জেসিআই সদস্যরা সেকেন্ড হোম রেস্টুরেন্টে ১৫% ও সি মাউন্ট ক্যাফেতে ১২% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
সভা শেষে মেম্বার নাইটস প্রোগ্রামে মেম্বাররা মিউজিক, গেইম নিয়ে আনন্দমুখর সময় অতিবাহিত করেন।
শেষে গালা ডিনারের মাধ্যেমে সভা ও মেম্বার নাইটসের সফল সমাপ্তি হয়।
-প্রেস বিজ্ঞপ্তি