আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২নং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ সাকের(২১) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক হলেন,উনচিপ্রাং২২ক্যাম্পের ডি/৩-ব্লকের,ঘর-৪০বাসিন্দা হোসেন আহমেদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর গনমাধ্যমকে
এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটিদল উনচিপ্রাং২২ক্যাম্পের ডি/৩-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য রোহিঙ্গা মোঃ সাকেরকে আটক করা হয়েছে।এসময় ধৃতের দেখানো মতে ডি ব্লকের পানির ট্যাংকির উত্তর প্বার্শে নীম গাছের পাশে পাহাড়ের ঢালে মাটির গর্ত থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।