মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
আগামী শনিবার (৮ অক্টোবর) থেকে পাহাড়ে শুরু হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব। প্রতি বছরের মত এ বছরও উৎসব পালনের জন্য বান্দরবান জেলার লামা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বৌদ্ধ ধর্মালম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সহ বড়–য়া সম্প্রদায়ের পাড়ায় পাড়ায় ও বৌদ্ধ বিহারগুলোতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উৎসব আরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধারাবাহিকতায় উপজেলার ৭৮টি বৌদ্ধ বিহার ও পাড়া প্রতিনিধিদের দেওয়া হয়েছে অনুদানের নগদ অর্থ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল এ অনুদানের অর্থ বিতরণ উদ্ভোধন করেন। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা ্আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জিনামেজু অনাথ আশ্রমের পরিচালক উঃ নন্দ মালা ভিক্ষু উপস্থিত ছিলেন।