মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আলমগীর মুহাম্মদ ফারুকী-কে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ৪ অক্টোবর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী সহ বিচার বিভাগীয় ৭ কর্মকর্তাকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রশাসনের বিভিন্ন পদে প্রেষনে পদায়ন করা হয়।
কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর শীর্ষ পদে দায়িত্বপালনরত বিজ্ঞ বিচারক আলমগীর মুহাম্মদ ফারুকী-কে ২০২১ সালের ৩০ জুন কক্সবাজারে নিয়োগ দেওয়া হয়েছিলো। এর আগে তিনি নোয়াখালী জেলা জজশীপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকীকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে পদায়ন করা হলেও কক্সবাজারে এখনো নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।