প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার জেলা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৩ টায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মঈনুদ্দিন, পার্টির জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার আমীর ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে এ সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আহমদুর রহমানকে আমীর ও মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিককে সাধারণ সম্পাদক করে ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়।
রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী এ ইউনিয়ন শাখার নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। নবগঠিত এ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, নায়েবে আমীর মাওলানা কারী শামসুল আলম, যুগ্ম-সাধারণ মাওলানা আবুল হোছাইন, মাওলানা ডা. ফয়েজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ ছৈয়দ নূর, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহহাব, অর্থ সম্পাদক মাষ্টার ইউছুফ নবী, প্রচার সম্পাদক হাফেজ আজিজুল হক, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন রব্বানী, দফতর সম্পাদক মাওলানা আজিজুল হক, যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ সাদ্দাম হোসাইন, হাফেজ আকতার কামাল (শাওন)।
উপস্থিত নেতৃবৃন্দ ও নবনির্বাচিত দায়িত্বশীলগণ আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি রাজনৈতিক সংগঠন নেজামে ইসলাম পার্টির কর্মতৎপরতায় একনিষ্ঠভাবে শামিল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।