মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার প্রধান সড়কের ভোলাবাবুর পেট্রোল পাম্প সংলগ্ন পুরাতন পানবাজার রোডের মাথা থেকে ফয়ার ব্রিগেড রোড পর্যন্ত অংশে সব ধরনের যান চলাচল শুক্রবার ৭ অক্টোবর থেকে সোমবার ১০ অক্টোবর পর্যন্ত ৪ দিন সাময়িকভাবে বন্ধ থাকবে।

কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে বাজারঘাটা হয়ে কেন্দ্রীয় বাসটার্মিনাল পর্যন্ত সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় প্রধান সড়কের ভোলাবাবুর পেট্রোল পাম্প সংলগ্ন পুরাতন পানবাজার রোডের মাথা থেকে ফয়ার ব্রিগেড রোড পর্যন্ত অংশে আরসিসি রিজিট পেভমেন্ট কাজ দ্রুত করার সুবিধার্থে কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষে এখানে যান চলাচল বন্ধ ঘোষনা করেছে। প্রকল্প পরিচালক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল খিজির খান এ বিষয়ে সকলকে অবহিত করে বিজ্ঞপ্তি জারী করেছেন।

উল্লেখিত অংশে যান চলাচল ৪ দিন বন্ধ থাকাকালীন সময়ে জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার কারণে জনসাধারণের অসুবিধা হওয়ায় দুঃখ প্রকাশ করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।