সংবাদ বিজ্ঞপ্তি :
আসন্ন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীই ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি যোগ্য এবং নিরাপদ বলে উল্লেখ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
তাই সরকারি দলের প্রার্থী হিসেবে আগামী ১৭ অক্টোবর উন্নয়নের স্বার্থে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান তাঁরা।
শুক্রবার বিকেলে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে মহেশখালী পৌর এলাকার অহনা কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
অনুষ্ঠানে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য প্রার্থী আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, উপদেষ্টা ডা.নুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া, মীর কাশেম চেয়ারম্যান, কামরুল হাসান চেয়ারম্যান, আবু হায়দার চেয়ারম্যান, শেখ কামাল চেয়ারম্যান, তারেক বিন ওসমান শরীফ চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী মোশারফা জান্নাত বক্তব্য রাখেন।
এসময় ফরিদুল আলম, মাস্টার লিয়াকত আলী, ব্রজ গোপাল ঘোষ, শামসুল আলম, এহছানুল করিম, রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রনব কুমার দে।
সভায় মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ অংশ গ্রহণ করেন।