প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু রাজারকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার জেলা শাখা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমাবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন, সমাজহিতৈষী দিদারুল আলম সিকদার, জেলা ইসলামী ছাত্রমমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।

রাজারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক ও রামু উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা শরাফত উল্লাহকে আমীর ও মাওলানা জাহেদ উল্লাহ আনছারীকে সাধারণ সম্পাদক করে রাজারকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়।
রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ এতে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা জসিম উদ্দিন, যুগ্ম-সাধারণ মাওলানা যায়নুল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মীম জুহাইদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম, অর্থ সম্পাদক হাফেজ মোজ্জাম্মেল হক, প্রচার সম্পাদক মাওলানা এনামুল হাসান, দফতর সম্পাদক মাওলানা আরিফুল করিম শফি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ আদেল।

এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামু উপজেলা ইসলামী ছাত্রমমাজের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, রাজারকুল ইউনিয়ন সহ-সভাপতি হাফেজ এহসানুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ ও নবনির্বাচিত দায়িত্বশীলগণ আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত ঐতিহ্যবাহী নেজামে ইসলাম পার্টির কর্মতৎপরতায় একনিষ্ঠভাবে অগ্রবর্তী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে পার্টির মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।