এম.এ আজিজ রাসেল :
পশ্চিমা আকাশে রক্তিম সূর্যাস্ত। যার অপরূপ সৌন্দর্য্য অবলোকনে সমুদ্র সৈকতে ভীড় জমায় লাখো পর্যটক। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে
উত্তোলন করা হয় একের পর এক ছোট বড় শতাধিক ফানুস। ফানুসের আলোয় আলোকিত হয়ে উঠে সৈকতের আকাশ। এসময় বালিয়াড়ি জুড়ে ছিল উৎসবের আবহ।

শুভ প্রবারণা উৎসব উপলক্ষে এই বর্ণিল আয়োজন করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। ফানুস উত্তোলনের আগে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

পরে রাখাইন শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।