হ্যাপী করিম, (মহেশখালী) প্রতিনিধি।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস’স্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম সকালে পরিদর্শন করেন জেলার সুপারভাইজার কাবিল উদ্দীন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার জেন্ডার প্রমোটার মাহবুব ইলাহী, সংগীত শিক্ষক- বাবু রেন্টু কুমার বড়ুয়া, মিজানুর রহমান, আবৃত্তি শিক্ষক তাহামিনা ইয়াসমিন ও সুশীল সমাজের প্রতিনিধি বদরুন্নেছা সুখি (হ্যাপী করিম) মনোয়ারা বেগম’সহ অন্যান্য ক্লাব সাপোর্টার স্টাফ প্রমুখ।
পরিদর্শনকালে জেলার সুপারভাইজার কাবিল উদ্দীন মন্ডল বলেন শিশুদের কৈশোরকে অবহেলা নয় ওরাই করবে একদিন বিশ্বজয়। ১০ বছর বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীদের জন্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর কিশোরীদের সচেতনতা সৃষ্টি লক্ষ্য জেন্ডার বৈষম্যের উপর আলোকপাত, সাংস্কৃতিক ও ক্রীড়ায় পারদর্শিতা, কবিতা সহ বাংলা ভাষার সঠিক চর্চা উপর আলোকপাত ইত্যাদি বিষয়ে যথাযথ শিক্ষা প্রদানে গুরুত্বারোপ করেন।
এসময় ছাত্র–ছাত্রীদের জন্যে হারমোনিয়াম, তবলা, কেরাম, দাবা, লুডু সহ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া উপকরণ ব্যবহারে চর্চা এবং ক্লাস শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।