চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ২৮ জন। এর মধ্যে বর্তমানে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যদিও সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া রোগীর তথ্য সিভিল সার্জন কার্যালয় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় প্রকাশ করে ৭ অক্টোবর। তবে ডেঙ্গু আক্রান্ত ওই রোগী গত ৫ অক্টোবর বেসরকারি হাসপাতাল মেট্রোপলিটনে মারা গেছেন।
ওই রোগীর নাম রুবি আক্তার। তিনি ৪২ বছর বয়সী এবং নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। গত ৩ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ অক্টোবর মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হাসপাতালে রেজিস্ট্রার ডা. নুর নবী বলেন, ‘রুবি আক্তার নামের ওই রোগী গত ৩ তারিখ দুপুরে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ অক্টোবর সকালে মারা যান।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।