অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীর তারকা মানের হোটেল রয়েল টিউলিপের সুইমিংপুল থেকে মরিয়ম চৌধুরী (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সুইমিংপুলে তার মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

জানা গেছে, মরিয়ম চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরের মুজিবুর রহমান চৌধুরীর মেয়ে।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে ওঠে। বিকেলে সুইমিংপুলে গোসল করতে নামে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিপন চৌধুরী বলেন, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।
-আজকের পত্রিকা