কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার দোকান মালিক সমিতির প্রীতিভোজ ও সম্মেলন ২০২২, সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৬(আগস্ট) রুমালিয়ার ছড়া দোকান মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রীতিভোজ ও সম্মেলন অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি করিম উল্লাহ।উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক। প্রীতিভোজ ও সম্মেলন অনুষ্ঠানে সমিতির সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ করিম উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ ইসলাম বাবুল। এই প্রীতিভোজ ও সম্মেলনের মধ্য দিয়ে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ২ বছরের জন্য দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।