মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে সম্মানিত ভোটারদের প্রবেশ নিষিদ্ধ করার দাবী জানানো হয়েছে। কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর সাধারণ ওয়ার্ড (কক্সবাজার সদর উপজেলা) এ অটোরিক্সা (সিএনজি) প্রতীক নিয়ে সদস্য পদপ্রার্থী রুহুল আমিন সিকদার এ দাবী জানিয়েছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মামুনুর রশীদ এর কাছে তিনি এ আবেদন জানান। রুহুল আমিন সিকদার আশংকা প্রকাশ করে বলেন, নির্বাচনে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট কেন্দ্রের গোপনীয় বুথ হতে মোবাইল ফোনে সম্মানিত ভোটারদের ভোট দেওয়ার সময়কার ছবি তুলে এনে বাহিরে এসে সে ছবি দেখানোর জন্য চাপ প্রয়োগ করার অভিযোগ রয়েছে। যা ভোটারদের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ এবং আচরণ বিধির চরম লংগন। এতে সম্মানিত ভোটারেরা বিব্রত হচ্ছেন। আবার অনেক সম্মানিত ভোটার এ বিষয়ে ভয়ে মুখ খুলতেও পারছেননা। ফলে অনেক ভোটার অহেতুক বিড়ম্বনার শিকার হওয়ার আশংকায় ভোট কেন্দ্রে ভোট দিতে আসতেও নিরুৎসাহিত হচ্ছে।

এ অবস্থায় ভোট কেন্দ্রের ভেতরে সম্মানিত ভোটারদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার জন্য ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রুহুল আমিন সিকদার রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানিয়েছেন।