মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
নারী সমাজ বরাবরই অবহেলিত। উচ্চতর ডিগ্রি নিলেও অধিকাংশ নারীর ঠিকানা যেন রান্না ঘর। পুরুষ প্রধান এ সমাজে ঘর থেকে বের হতে হলে বাবা, ভাই কিংবা স্বামীর অনুমতি নিতে হবে, তারপরও আছে কত বাধা-নিষেধ। দীপ্ত পদচারণায় এসব প্রতিবন্ধকতা নারীরা এখন জয় করতে শিখেছেন। এখন নারীরা পড়াশোনা করছেন, চাকরি করছেন- এমনকি স্বাধীন উদ্যোক্তাও হচ্ছেন। দেখা যাচ্ছে, যেসব নারী উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করছেন, তারা ভালো করছেন। এমনি অনলাইনে সিগনেচার প্রোডাক্ট নকসি খাতা আর পাহাড়ি জুমের বিন্নি হলুদ তাছাড়াও জুমের সিজনাল সকল অর্গানিক পন্য ব্যবসায় সফল এক নারী উদ্যোক্তার নাম তাওহিয়া সুলতানা রেশমী। বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের ব্যবসায়ী এসএম আবু তাহের ও রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া বেগমের মেয়ে তাওহিয়া সুলতানা রেশমী।
এদিকে রাজধানী ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী অনুষ্ঠিত উই সামিট ২০২২ শেষে দেশের ৬৪ জেলা থেকে মাত্র ১০ জন নারীকে ১০ টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জয়ী অ্যাওয়ার্ড প্রদান করে ১৩ লক্ষ নারী উদ্যোক্তার প্লাটফর্ম "উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)। এর মধ্যে ‘বিজনেস অফ দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে জয়ী অ্যাওয়ার্ড পান পাহাড়ের তাওহিয়া সুলতানা রেশমী। গত শনিবার সন্ধ্যায় (১৫ অক্টোবর) ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক ও ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট উই’ এর প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা এ জয়ী অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে ফুড ফান্ডার সিইও আন্বারিন রেজা, ই ক্যাবের সভাপতি শমী কায়সার, উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং উই এর ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ইমানা হক জ্যোতিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগের দিন উই সামিট-২০২২ এর উদ্ভোধন করেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। এছাড়াও গত ২৬ আগস্ট তাওহিয়া সুলতানা রেশমী "উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) কর্তৃক চট্টগ্রামে আয়োজিত ডিভিশনাল মিটআপ’২২ এ লাখপতি অ্যাওয়ার্ডও পান। সফল উদ্যোক্তা রেশমীর পাশাপাশি বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় আরো ১৫-২০ জন নারী ই কমার্সের মাধ্যমে ট্রেনিং করে বিভিন্ন পন্য নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। এদের মধ্যে রিমা শাহরিয়ার, ফাতেমাতুজ জহুরা রাফি, ইয়াসমিন জনি ও সীমা দত্ত অন্যতম।
এ বিষয়ে অভিমত ব্যক্ত করে উদ্যোক্তা তাওহিয়া সুলতানা রেশমী বলেন, সামাজিক ব্যবস্থায় নারীরা এখনো পিছিয়ে রয়েছে। ক্ষেত্র বিশেষে নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না। তাই ইচ্ছে আছে পিছিয়ে পড়া নারীদের কল্যাণে, সহায়তায় ও প্রতিষ্ঠিত করতে কাজ করার। তিনি আরও বলেন, লামা উপজেলায় অনেক নারী ডিজিটাল ই-কমার্স থেকে এখনো দূরে আছে, তাদের ডিজিটাল ই-কমার্সের আওতায় ট্রেনিং এর মাধ্যমে এগিয়ে নিতে কাজ করবো। জয়ী অ্যাওয়ার্ড প্রদান করায় উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন রেশমী।
অ্যাওয়ার্ড প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, তাওহিয়া সুলতানা রেশমীর অ্যাওয়ার্ড অর্জন লামাবাসীর জন্য গর্বের বিষয়। আশা করি তার দেখাদেখি পিছিয়ে পড়া অন্য নারীরাও এ ব্যবসার মাধ্যমে এগিয়ে যাবে।