মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাতে টহলরত অবস্থায় বন্য হাতির আক্রমণে বর্ডার গার্ড বাংলাদেশের (১১বিজিবির) অধীনস্থ ভাল্লুক খাইয়া ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল মন্নান (৪৮) নিহত হয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া নামক এলাকায় সীমান্তের ৪৭/৪৮ সীমানা ফেলার দিয়ে মিয়ানমারের গরু আসছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় বিজিবি জোয়ানরা অভিযান পরিচালনা করেন। এ সময় বন্যহাতির কবলে পড়ে পায়ে পিষ্ট হয়ে তিনি নিহত হন।
মঙ্গলবার (১৮ অক্টোবর ) রাত ১০টার দিকে মার্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নানের বাড়ি কুমিল্লা বলে জানা যায়। ঘটনাস্থ থেকে রাত দেড়টায় নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাক্রমে নিহত হওয়া নায়েক সুবেদার মন্নান এক জন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান ১১ বিজিবির অধিনায়কসহ ব্যটালিয়নের সকল সদস্য।