সুমা দাশ :
বিশেষ ধর্মীয় প্রকাশনা দশভুজা পত্রিকার শ্রীশ্রী শ্যামা পূজা ও রাস মহোৎসবের সংখ্যা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূসণ সেন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের।

দশভুজা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলরাম দাশ অনুপমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তপন কুমার দত্ত, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা, কেন্দ্রীয় মহাশ্মশান শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিঠুন কান্তি দে।

সভায় প্রধান অতিথি এডভোকেট রনজিত দাশ বলেন, দশভুজা পত্রিকাটি সনাতনী সমাজকে জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। এই পত্রিকার প্রতিটি সংখ্যার মাধ্যমে সনাতনী সমাজের লোকজন ধর্মের সঠিক ধারণা এবং নানা ধরণের অজানা তথ্য জানতে পারছেন। তিনি বলেন, স্বধর্ম পরিপোষনের মাধ্যমে একজন সঠিক মানুষ হওয়া যায়। তাই সকলকে ধর্মীয় জ্ঞানে ধারণা থাকতে হবে।