অনলাইন ডেস্ক: বিএনপি বেশি বাড়াবাড়ি করলে আবার খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তার ভাই-বোন আমার কাছে আবেদন নিয়ে এসেছিল বলে মানবিকতা দেখিয়েছিলাম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের নির্দেশ ও পরিকল্পনাতেই ৩ নভেম্বরের হত্যাকাণ্ড হয়েছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাতে তৈরি দল বিএনপিও অবৈধ।

এই দলটি শুধু দেশ নয়, রাজনীতিকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতেই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল ঘাতকরা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৫ ও ৩ নভেম্বরের হত্যাকারীদের প্রতি জিয়া পরিবারের এতোই দরদ যে, খুনি পাশা মারা যাওয়ার পরও বেগম জিয়া তাকে প্রমোশন দিয়েছিল। যাদের জন্ম সামরিক বাহিনীর পকেট থেকে, তারা কীভাবে গণতন্ত্র উদ্ধার করবে? বিএনপি যে এতো লাফালাফি করছে, তাদের নেতা কে?
-যমুনা