হ্যাপি করিম, মহেশখালী:
৩ নভেম্বর “শোকাবহ জেল হত্যা দিবস” উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে” আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃহস্পতিবার (৩নভেম্বর ২০২২) উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এহছানুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২(মহেশখালী কুতুবদিয়া) সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
ফরিদুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য শামসুল ইসলাম উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫আগষ্টের মতো জাতির জন্য আরেকটি কলংময় দিন হলো ৩ নভেম্বর । ১৯৭৫ সালের ৩ নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চারনেতাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়। এটি ছিল ইতিহাসের নিষ্ঠুরতম একটি হত্যাকান্ড। দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকারও আহবান জানান বক্তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।