মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী নুরুল হক কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি (জিবি) এর অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তিনি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।
দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি’র অভিবাবক প্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়া, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক রামু’র চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য, দক্ষিণ চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি, চাকমারকুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য পদে দায়িত্ব পালন করছেন সফলভাবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা, কল্যান, ক্রীড়া ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে নুরুল হক সক্রিয়ভাবে জড়িত।
কক্সবাজার-রামু সহ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে নিরন্তর ছুটে চলা, অদম্য ইচ্ছাশক্তি সম্পন্ন নুরুল হক রামু’র চাকমারকুল ইউনিয়নের আলী হোসেন সিকদার পাড়ার প্রবীণ মুরব্বি হাজী জাফর আলম ও ফিরোজা খাতুনের ৫ পুত্র ৪ কন্যার মধ্যে দ্বিতীয়। জীবনসঙ্গিনী হিসাবে বেচে নিয়েছেন সেলিনা পারভিনকে। সফল বয়বসায়ী, শিক্ষা পাগল নুরুল হক এবং গৃহিণী সেলিনা পারভিন দম্পতি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ও জননী।
কক্সবাজার সিটি কলেজ গভর্নিং বডি’র অভিবাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নুরুল হক কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সিটি কলেজে অধ্যক্ষ ক্য থিং অং সহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি কক্সবাজার সিটি কলেজের সার্বিক উন্নয়নে নবগঠিত গভর্নিং বডি’র সাথে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং আগামী শনিবার ৫ নভেম্বর সকাল ১০ টায় কলেজ কার্যালয়ে কলেজের নবগঠিত গভর্নিং বডি’র সভা আহবান করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।