মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নুরুল কবির (এম.এ.এম.এড) আর নেই। রোববার ৬ নভেম্বর সকাল ৯ টার দিকে ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
মরহুম নিকটাত্মীয় শাহাদাত হোসাইন সিদ্দিকী সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।
প্রবীণ এই শিক্ষাবিদ কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয় ছাড়াও কক্সবাজার সদর উপজেলার ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন সফলভাবে। এছাড়া তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলার সাবেক সভাপতি ছিলেন। গুনী শিক্ষক আলহাজ্ব মো: নুরুল কবির এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলহাজ্ব মোঃ নুরুল কবিরের নামাজে জানাজা সোমবার ৭ নভেম্বর সকাল ১০ টায় পেকুয়াতে অনুষ্ঠিত হবে বলে মরহুমের ছাত্র বিশিষ্ট ব্যাংকার এম. জাহেদ উল্লাহ জাহেদ সিবিএন-কে জানিয়েছেন।