কুতুবদিয়া প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আগমন উপলক্ষ্যে কুতুবদিয়া উপজেলার তৃণমূল আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে বড়ঘোপ মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মৌলভী মোঃ তাহের এর সভাপতিত্বে ও উপজেলা প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সভাপতি রমিজ আহমদ কুতুবীর সঞ্চালনায় জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য শফিউল আলম কুতুবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার আহমদ উল্লাহ বি.কম., সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সেলিম চৌধুরী, সহ-সভাপতি মাহাবুবুল আলম মাতবর (এম.ইউ.পি), সহ-সভাপতি হাজী মোহাম্মদ তাহের, যুগ্ন-সাধারণ সম্পাদক, আসাদ উল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম লালা, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দীন (ইকু), সাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রেজাউল করিম বি.এ, সদস্য মাষ্টার মোঃ ইউনুছ, লিয়াকত আলী, লেমশীখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম বি.এ.(অনার্স) এমএ (রেজু), দক্ষিণ ধুরুং ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার, কৈয়ারবিল ইউনিয়নের সাবেক যুগ্ম-আহব্বায়ক মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সারওয়ার আলম(ছোট্টু), নাছির উদ্দীন প্রমুখ।

সভায় তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্বে পাঁচ হাজার নেতাকর্মীদের নিয়ে যোগদান ও লেমশীখালী এবং দক্ষিণ ধূরুং ইউনিয়নের পকেট কমিটি প্রতিহত করে জেলা সাংগঠনিক টিমের মাধ্যমে ইউনিয়ন সম্মেলন করে উপজেলার কাউন্সিল লিষ্ট প্রস্তুত করে উপজেলা সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।